How the funny donkey and elephant cartoon become a lagacy

Full width home advertisement

728

Travel the world

Climb the mountains

Post Page Advertisement [Top]

728
how+the+funny+donky+and+elephent+cartoon+become+a+legacy+%25281%2529

 বাংলাদেশের এতগুলো রাজনৈতিক দল বা পার্টি দেখার পর প্রথম বার যখন ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দিকে চোখ দিলাম তখন আমি অবাক !!!  প্রায় ৬৭ টা বাংলাদেশের সমান এই দেশে মাত্র দুইটা পার্টি এবারের নির্বাচনে আরো বেশি অবাক!!! এই দুই প্রার্থীর প্রতীক আবার হাতি আর গাধা কে এই পাগলামির জনক ???

534458e023ef4b170ddbadf4bf8bf930-republican-and-democrat-party-symbols
Symbol of both parties 
collected from : vexel


 ডেমোক্রেটিক পার্টির প্রতীক হিসেবে আমরা একটা গাধার চিত্র দেখতে পাই (অনেকে ভুল  করে ঘোড়াও মনে করতে পারে) কিন্তু গাধা শব্দ টা তো সেই ছোটকাল থেকে আমরা মানুষকে পচাতে ব্যবহার করে আসছে। সত্যি কথা বলতে কি এটা মানুষকে পচানোর জন্য আগে থেকে ব্যবহার করা হয়ে আসছে ।  ১৮২৪ সালে ডেমোক্রেটিক প্রার্থী  Andrew Jackson যখন নির্বাচনী প্রচারণায় নামেন  তখন এর বিরোধীদলীয়রা তাকে ব্যঙ্গ করে jackass  বলে ডাকত । তারপরেও Jackson অপমান কে মজা হিসেবে নেই এবং তার নির্বাচনী প্রচারণার পোস্টারে একটি বদ্ধ পরিকর গাধার ছবি যুক্ত করে। পরে বিখ্যাত কার্টুনিস্ট  Thomas Nast ডেমোক্র্যাট পার্টির প্রতীকী চিত্র হিসেবে এই গাধার  চিত্র পত্রিকায় ব্যবহার করা শুরু করে।

donkey-andrew-jackson
Collected From : Smithsonian Magazine 



এই বিখ্যাত রাজনৈতিক কার্টুনিস্ট Nast পরবর্তীতে ১৮৭৪ সালে  Harper’s Weekly পত্রিকায় একটি কার্টুন চিত্র আঁকাই যেখানে দেখা যায় সিংহের ছদ্মবেশ ধারণ করা এক গাধা সিংহের ছদ্মবেশ ধারণ করে এক চিড়িয়াখানার সকল প্রাণীকে ভয় দেখাচ্ছে। সেখানে এক হাতি দিব্বি দাঁড়িয়ে আছে। সে হাতির গায়ে  লেখা “The Republican Vote” আর এরপর থেকেই এ প্রতীকী চিত্র ব্যবহার করা হয়েছে রিপাবলিকান প্রতীক হিসেবে। কার্টুনিস্টের হাতেই এভাবেই শুরু হলো হাতি আর গাধার খেলা ।


.com/
The Cartoon by Thomas Nast 
collected from : businessinsider

reference >>>

1. History.com : How the Republican and Democratic Parties Got Their Animal Symbols

 
 

728

1 comment:

Bottom Ad [Post Page]