Full width home advertisement

Travel the world

Climb the mountains

Post Page Advertisement [Top]

 



যেভাবে কাজে পারো  ইউটিউব কে?


লকডাউন এর এই সময়ে সবার একটা কমন কাজ কি হতে পারে? মনে হয় ফেসবুক বা  ইউটিউবে স্ক্রোলিং করা। আমারও তো  তাই অবস্থা। এরকমভাবে নষ্ট হয়ে যায় কত সময় ? তার হিসাব আছে! আচ্ছা আজকে আমি কিছু ইউটিউব চ্যানেল বা ভিডিও নিয়ে কথা বলব যার কনটেন্ট বা ভিডিও তোমাকে অজান্তেই শিখিয়ে দিতে পারে অনেক কিছু।



TED

Ted হলো এমন একটি অলাভজনক প্রতিষ্ঠান যারা কাজ করে মানুষের আইডিয়া ছড়িয়ে দেওয়ার কাজে। যেখানে আইডিয়া শেয়ার করতে আসে বিল গেটস এর মত গণ্যমান্য মানুষরাও। আসলে এই প্রতিষ্ঠান আমাদের উৎসাহিত করেছে আমাদের ক্লাব তৈরি করার জন্য যেখানে ছাত্ররা শেয়ার করবে তাদের প্রতিভা। তাদের আইডিয়া। এইটা নিয়ে আরো কথা হবে পরে। এখন বলি তাদের ইউটিউব চ্যানেল নিয়ে। এদের অনেক ইউটিউব চ্যানেল আছে তবে এর মধ্যে দুইটি চ্যানেল আমাদের জন্য সুবিধাজনক এবং মজাদার হতে পারে।


Ted Talks for English Learners and IELTS Students
Source: pinterest.com



TEDx talk

এখানে পাওয়া যাবে শিক্ষক, আর্টিস্ট, ডাক্তার,ইঞ্জিনিয়ার, ডিজাইনার, শিল্পী, ব্যবসায়ীর উপস্থাপনা এবং তাদের আইডিয়া যেগুলো আমরা নিজের জীবনে প্রয়োগ করতে পারি। শিখতে পারি অনেক কিছু। এসব কিছু না করলেও উপস্থাপকদের উপস্থাপনা মুগ্ধ করতে পারে আমাদেরও। যা থেকে আমরা নিজেদের জীবনে উপস্থাপনার কৌশল রপ্ত করতে পারি। এখানে একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এর চমৎকার উপস্থাপনা এখানে দেওয়া হল:


TED ed

TED এর আরেকটি মজাদার চ্যানেল এটি। এনিমেশন দিয়ে তৈরি এই চ্যানেলের ভিডিও গুলো। তাই আমাদের জন্য এই চ্যানেলের ভিডিও গুলো যেমন আকর্ষণীয় তেমনি শিক্ষণীয়। মূলত  TED এর ব্যক্তিদের আইডিয়াগুলোকে অ্যানিমেশনে তুলে ধরা হয়েছে। প্রোগ্রামিং এর জটিল জিনিসকে সহজ অ্যানিমেটেড গল্পে তুলে ধরা হয়েছে। বিজ্ঞান,প্রযুক্তি,মানবজাতির ইতিহাস, সংস্কৃতি সবকিছুই যেন এখানে শিল্পীর কল্পনা। শেখার জন্য অসাধারণ চ্যানেল এটি।


Build a lesson around TED-Ed Original, TED Talk or YouTube video
souce: blog advisor.com

Brainiac

আমি coke খাওয়ার পর মেন্টোস খেলে কি হত? আমি যদি ১০০ টি হিলিয়াম বেলুনের হিলিয়াম গ্যাস নিজে খেতাম? আমি যদি একবারে ১০০ কাপ কফি খাই তাহলে কি হবে? কোন ব্যক্তি খাওয়া ছেড়ে দিলে কি হবে? বেশি বেশি পানি খেলেই বা কি হবে? বেশিক্ষণ পেশাব ধরে রাখলে কি হবে? জীবনের এরকম মজাদার প্রশ্নের উত্তর নিয়ে এই চ্যানেল যেখানে প্রত্যেকটি ভিডিও এনিমেটেড তাই মজা পেতে পেতেই শেখা হয়ে যাবে।


219,000 subscribers - Brainiac's realtime YouTube statistics ...
source:Youtubesuscribercounter


Kurzgesagt-In a nutshell

চ্যানেল এর নাম পড়ার চেষ্টা আমি করি না। দাঁত ভেঙে যাই। মূলত এটি একটি জার্মান এনিমেটেড স্টুডিও চ্যানেল এর নাম অবশ্য জার্মান ভাষায় যার অর্থ in a nutshell। যেখানে বৈজ্ঞানিক, প্রযুক্তি বিষয়ক, রাজনৈতিক, মনোবিজ্ঞান এবং দার্শনিক চিন্তা ভাবনা অসাধারণ এনিমেশন এর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে।


Kurzgesagt Earth - A CSS Recreation - DEV
source:Dev.to


FreeQuranEducation

নাম দেখেই বুঝতে পারছো এই চ্যানেল তোমাকে বিজ্ঞান শিখাবে না তবে তার চেয়েও বড় কাজ করবে। এই বিশ্বে ছাত্রদের মধ্যে নৈতিকতা এবং পবিত্র কুরআনের জ্ঞান আস্তে আস্তে হ্রাস পাচ্ছে। এখানে অ্যানিমেটেড বিভিন্ন কার্টুন এবং স্টোরির মাধ্যমে তুলে ধরা হয়েছে অনেক কিছু যা জীবন বদলে দিতে পারে। শুধুমাত্র একবার দেখে আসো চ্যানেলটি। আনন্দের সাথে শিখতে পারবা নানা ইসলামী ইতিহাস, কুরআন পাঠ, কুরআন এবং হাদিস। এছাড়াও দৈনন্দিন জীবনে ব্যবহার করা প্রয়োজন এমন অনেক দোয়া শিখতে পারবে।


পরিশেষে বলতে চাই নিজেকে ভেঙে আবার নতুন রূপে গড়ার এটাই ভালো সময়। হ্যাঁ, আমাদের অনেক সময় কেটে যাচ্ছে ইউটিউবে ভিডিও দেখে বা ফেসবুকে পোস্ট পড়ে। তাই কিছু সময় ইউটিউবকে ভালো কাজে শেখার কাজেও আমরা লাগাতে পারি।

তাই না বন্ধুরা??

 

Reference....



No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]