random

Does red color make a bull very angry?

Full width home advertisement

728

Travel the world

Climb the mountains

Post Page Advertisement [Top]

728

 

লাল রং কি ষাঁড়কে রাগাই ? 

আগে বলো গরু বা ষাঁড়কে দেখে কি তোমার ভয় হয় ? তুমি লাল কালারের জামা পড়ে আছো আর এরকম সময় গরু বা ষাঁড় তোমার দিকে রাগের চোখে তাকিয়ে থাকে বা তেড়ে আসে। তখন কি তোমার মনে হয়েছে লাল রঙ দেখে গরু রেগে গেছে । তোমার না বেশির ভাগ মানুষের ধারণা ষাঁড় বা গরু লাল রং দেখলে তেড়ে আসে। আসলেই কি তাই?

bullfight-2012796_1920
The Matador and the bull


 এ ধারণা আমাদের মধ্যে তৈরি হলো কিভাবে ? আচ্ছা আমার মধ্যে কিভাবে তৈরি হলো সে কথাই বলি । ঐ যে আমি টিভিতে দেখেছিলাম একটি মানুষ একটি লাল কাপড় নাড়াচ্ছে আর একটি হিংস্র ষাঁড় তার ধারালো সিং উঁচু করে তেড়ে আসছে। হয়তো তোমাদের মধ্যেও অনেকের এভাবে ধারণা এসেছে এখানে যে মানুষটি কাপড নাড়াই তাকে Matador বলে ( Matador কলম না কিন্তু) আর যে লাল কাপড় নাড়ায় তাকে বলে মুলেটা। বাস্তবিকপক্ষে এই প্রজাতির প্রাণী রেড কালার ব্লাইন্ড। তারা লাল রং দেখতেই পাই না।

 বিষয়টি ভালোভাবে বোঝানো যাক। ষাঁড় সহ অন্য কিছু প্রজা্তি ডিক্রমেট। মানুষের চোখে রেটিনাতে রং শনাক্তের জন্য তিন ধরনের কোন কোষ রয়েছেঃ লাল ,নীল এবং হলুদ তবে ষাঁড়ের লাল কোন কোষ নেই। তাই লাল রং কে তারা হয়তো লাল দেখেনা। হলুদ কিংবা ধূসর দেখে।

 মূলত এখানে লাল রং নয়, লাল রংয়ের কাপড় টি তাকে জ্বালাতন করে। ষাঁড়ের লড়াইয়ের ষাঁড়গুলো কে এমন ভাবে পালন করে তোলা হয় যাতে  কোন তাৎক্ষণিক চলনে ষাঁড়কে উত্তেজিত করে তোলে বিষয়টি আমরা তুলনা করে বুঝতে পারি। শুরুতে   matador রা আর একটি ভিন্ন রংয়ের কাপড়( যার নাম The Great Capote) নিয়ে লড়াই করে। এ কাপড়ের এক পাশ গোলাপির কাছাকাছি আর অন্যপাশ হলুদ।অথছ এ ক্ষেত্রেও ষাঁড়টি সমান খিপ্রতাই তেড়ে আসে। 

.net/
The Great Capote

Mythbuster Experiment( The Red Rag to a bull )

 এই প্রশ্ন নিয়ে 2007 সালের Discovery  চ্যানেলে Mythbuster নামের একটি শোতে একটি পরীক্ষা চালানো হয়। সেখানে প্রথমে লাল, নীল এবং সাদা রঙের কাপড় ঝুলিয়ে রাখা হয় এবং সেগুলো বাতাসে নাড়ানোড়ানো।তিনটি কাপড়কেই ষাঁড় তাড়া করে।  এরপর দড়ি দিয়ে একটি লাল এবং একটি নীল কাপড় ঝুলানো হয়। লাল কাপড় ঝুলিয়ে রাখা হয় তবে নীল কাপড় দড়ি দিয়ে টতেন এদিক-ওদিক নিয়ে যাওয়া হয়। ষাঁড়টি লাল কাপড়কে পরোয়া না-করে নীল  কাপড়কে ধাওয়া করতে থাকে। এরপর তিনটি কাঠের মূর্তি কে সাদা লাল ও নীল কাপড় পরিয়ে তাদের হাতে যথাক্রমে সাদা-লাল ও নীল কাপড় ধরিয়ে দেওয়া হয়। ষাঁড়টি তিনটি মূরুরতিকে খারাপ ভাবে ঘায়েল করে( সত্যি কথা বলতে কি লাল মূর্তিকে সবার শেষে ঘায়েল করে) এরপর একজন সত্তিকারের রক্তমাংসের মানুষ কে লাল কাপড় পরিয়ে দাঁড় করিয়ে দেয়া হয় তবে সাথে আরো দুইজন অভিজ্ঞ Cowboy থাকে যারা দৌড়াদৌড়ি করতে থাকে। ষাঁড়টি  সেই দুইজন মানুষকে শুধু তাড়া করে লাল মানুষটার দিকে যাই না।

লাল রং এর  বিশ্বাস আসল কিভাবে? আমাদের মধ্যে যেভাবে এসেছে ।এই যে ম্যাটাডোর !

মুলেটা লাল রং হতে গেল কেন?

 মূলত এটি স্পেনের সংস্কৃতি ।আঠারো শতক ধরে চলে এসেছে। এছাড়াও আরেকটি কথা প্রচলিত আছে  এটি মূলত ব্যবহার করা হয় ষাড়ের লড়াই শেষ ধাপেও। যে ধাপে মৃত্যুর সম্মুখীন হতে হয় ষাঁড়কে। রক্তাক্ত শরীর ঢাকতে ব্যবহার করা হয় এই মুলেটা। অনেকের কাছে এই খেলা পশুহত্যা ছাড়া আর কিছু নয়। তাই এই নিয়ে রয়েছে ব্যাপক বিতর্ক। আসলে মানুষের জন্য খেলা হলেও পশুর কাছে কেমন লাগে সেটি জানতে গেলে দেখতে পারো ডিজনি স্টুডিওর Firdinand মুভিটি।

.com/img/proxy/
Firdinand

References...


2.wonderopolis.org/wonder/do-bulls-hate-the-color-red


4.pic credit.Pixabay,com
728

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]